Category: Books |Brand: Individual Collection
Sorry, this product is not available at the moment. We will restock as soon as possible.
I could not enter through the door even after walking for ten to fifteen minutes. Before going there, I did not realize that I would be in such a dilemma, and it was right in front of the door. Don't know why, but time definitely played a big role here. Everyone says time heals everything, but that day it seemed that time not only heals, but also increases the pile of inertia and doubt. At that moment I fell under that pile. I have known since I was born that I am not among the brave, but I certainly have the courage to enter through an open door, so there was no point in standing in the street with such hesitation, even then That open door stood in the way like a huge and heavy gate of a castle. was in front of me. Fortunately, I was relieved of all hesitation and hesitation by the intervention of a stranger. I felt again the little acquaintance that I got by writing. দশ-পনেরো মিনিট পায়চারি করেও দরজাটা দিয়ে ঢুকতে পারিনি। ওখানে যাবার আগে বুঝতে পারিনি এরকম দ্বিধায় পড়ে যাবো, আর সেটা ঠিক দরজার সামনে এসেই। জানি না কেন, তবে নিশ্চিতভাবেই সময় এখানে বিরাট ভূমিকা রেখেছে। সবাই বলে সময় সবকিছু সারিয়ে তোলে, কিন্তু ঐদিন মনে হচ্ছিলো সময় শুধু সারিয়েই তোলে না, জড়তা আর দ্বিধার স্তুপও বাড়িয়ে দেয়। ঐ মুহূর্তে আমি সেই স্তুপের তলে তলিয়ে গেছিলাম। জ্ঞান হবার পর থেকেই জানি সাহসিদের মধ্যে আমি পড়ি না, কিন্তু সামান্য একটি খোলা দরজা দিয়ে ঢোকার মতো সাহস নিশ্চয় আমার আছে, তাই এরকম দ্বিধাগ্রস্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো মানেই ছিলো না, তারপরও সেই খোলা দরজাটি কোনো দূর্গের বিশাল আর ভারি ফটকের মতোই পথরোধ করে দাঁড়িয়ে ছিলো আমার সামনে। ভাগ্য ভালো, সমস্ত দ্বিধা আর সংকোচ থেকে নিষ্কৃতি পেয়েছিলাম অপরিচিত একজনের হস্তক্ষেপে। লেখালেখি করে যে টুকটাক পরিচিতি পেয়েছি সেটা আবারও টের পেলাম